রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে ২০ জনকে গ্রেপ্তার করেছে। এসময় তিনজনকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করা হয়। গত ২৪ ঘন্টায় থানা ও ডিবি পুলিশ মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।এর মধ্যে বোয়ালিয়া মডেল থানা ৭ জন, রাজপাড়া থানা ২ জন, চন্দ্রিমা থানা ২ জন, মতিহার থানা ২ জন, কাটাখালী থানা ১ জন, বেলপুকুর থানা ১ জন, এয়ারপোর্ট থানা ২ জন, কাশিয়াডাঙ্গা থানা ১ জন ও দামকুড়া থানা ২ জনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৩ জন ওয়ারেন্টভক্ত আসামী। ৩ জনকে মাদকদ্রব্যসহ ও অন্যান্য অপরাধে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকসহ গ্রেপ্তারকৃতদের মধ্যে, বায়ালিয়া মডেল থানা পুলিশ সুবেদ আলীকে (২০) ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ, রাজপাড়া থানা পুলিশ বাদল কুমার দাশকে (৩৩)২১ গ্রাম হেরোইনসহ ও মতিহার থানা পুলিশ নিজাম উদ্দিন ডাকুকে (৩৬) ১০৫ গ্রাম গাঁজা ও ৪ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইননুগ ব্যবস্থা নিয়ে আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন, আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস।
0 Comments