কুষ্টিয়া জেলায় কুমারখালী উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেবাশীষ কুমার এই প্রতিনিধিতে জানায় উপজেলায় পাট আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৪হাজার ৮শ ৯০ হেক্টর জমিতে তবে পাট আবাদ হয়েছে ৫হাজার ১০ হেক্টর জমিতে।এতে পাট উৎপন্ন হাওয়ার সম্ভবনা ১৩হাজার ২শ ৭৭ মেট্রিক টন। তবে এবার পাট মৌসুমে অতিরিক্ত বৃষ্টিপাত হাওয়ায় বেশ কয়েক হেক্টর জমিতে পাটের ক্ষতি হলেও তা পাট চাষিরা পুনরায় ঐ জমিতে পাটের চাষ করে ক্ষতি পুরন করতে সক্ষম হয়েছে।এবার কুমারখালী উপজেলায় বিভিন্ন ইউনিয়নে প্রতি মন পাট ২৫শ হতে ২৭শ টাকা বিক্র হচ্ছে। সেই অনুসারে ১৩ হাজার ২শ ৭৭ মেট্রিক টন পােেটর মূল্য ধরা যায় ৩কোটি ৩১ লাখ ৯২ হাজার ৫শ টাকা।
0 Comments