শামিম হাসান খানঃ
কুমারখালী জগন্নাথপুর ইউনিয়নের দরামপুর গ্ৰামের আহম্মদ ডাক্তার এর ছেলে ৮ বছরের ,তৃষাণ নামে একটি ছেলে পদ্মানদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ৯ই সেপ্টেম্বর বুধবার দুপুরে বন্ধুদের সাথে নিয়ে দয়ারামপুর শ্মশান পাশে পদ্মনদী মাছ ধরতে যায় তৃষাণ, হঠাৎ পানিতে পড়ে স্রোতে তলিয়ে যায় তৃষাণ । এই সময় তার সাথে থাকা বন্ধুদের চিৎকারে আশপাশের লোকজন এসে প্রায় ২ ঘন্টা খোঁজাখুঁজি করে তুষার এর মৃত দেহ পাওয়া যায় পরে কুমারখালী ফায়ার সার্ভিস উদ্ধারকারি টিম দ্রুত কুমারখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে কর্তব্যরত চিকিৎসক তৃষাণ কে মৃত্যু বলে ঘোষণা করেন। এই সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
0 Comments