শামিম হাসান খানঃ
আজ ৮ অক্টোবর বৃহস্পতিবার কুষ্টিয়া খোকসা নতুন পৌরভবন চত্বরে ১১. ৩০ মিনিটে খোকসা পৌরসভা কার্যালয় স্থানান্তর ও নতুন ভবন উদ্ভোধন করেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো সদর উদ্দিন খান।
খোকসা পৌরসভার মেয়র ও খোকসা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মো তারিকুল ইসলাম তারিকের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো আজগর আলী।মো সেলিম রেজা ভাইস চেয়ারম্যান খোকসা উপজেলা পরিষদ । আ রহিম খান সিনিয়র সহসভাপতি খোকসা উপজেলা আওয়ামী লীগ । মো আ রাজ্জাক চেয়ারম্যান জয়ন্তী হাজরা ইউনিয়ন পরিষদ। মো আনিচুর রহমান চেয়ারম্যান ওসমানপুর ইউনিয়ন পরিষদ। মো হবিবর রহমান হবি চেয়ারম্যান একতারপুর ইউনিয়ন পরিষদ। বিশিষ্ট সমাজ সেবক মো মিজানুর রহমান বিটু।
খোকসা বাজার সমিতির সাধারণ সম্পাদক মো ওহিদুজ্জামান তার সংখিপ্ত বক্তব্যে খোকসা বাজারের উন্নয়ন ও সংস্কার তুলে ধরেন।
প্রধান বক্তা মো আজগর আলী তার সংখিপ্ত বক্তব্যে দেশ রত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র উদ্ধৃতি দিয়ে বলেন দলে কোন ভুইফোর আগাছা থাকবে না, এজন্য চলছে চিরুনি অভিযান.........
প্রধান অতিথি আলহাজ্ব মো সদর উদ্দিন খান তার সংখিপ্ত বক্তব্যে বলেন বর্তমান সরকারের তথা আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন এ সময় তিনি বলেন আওয়ামী লীগ সরকার যতবার ক্ষমতায় এসেছে দেশের উন্নয়ন করেছে সেই সঙ্গে আরও বলেন কিছু কুচক্রী মহল দেশের এই উন্নয়ন সহ্য করতে পারছে না তাই তারা বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম সৃষ্টি করে দেশকে অশান্ত রাখার চেষ্টা চালাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতা কর্মী এর সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করবে। এবং বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আওয়ামী লীগকে বারবার নির্বাচিত করে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন জনসাধারণেরকে।
উদ্ভোধন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য কামনায় দোয়া করা হয়।
১, মো ওহিদুজ্জাম, সাধারণ সম্পাদক খোকসা বাজার সমিতি।
২,মো আজগর আলী , সাধারণ সম্পাদক কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ।
৩, আলহাজ্ব মো সদর উদ্দিন খান, সভাপতি কুষ্টিয়া জেলা আওয়ামীলীগ।
0 Comments