রাকিব মাহমুদ ডাবলু: বগুড়ার শেরপুরে বাড়িতে কাজ দেয়ার নাম বলে এক যুবতীকে গনধর্ষণের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। পরে খোজ নিয়ে জানা যায়যে ফাতেমা নামের ১৮, বছরের এক যুবতীকে কাজ দেওয়ার কথা বলে গনধর্ষন করে। গত বৃহস্পতিবার রাতে গণধর্ষন করায় এলাকাবাসী যুবতীসহ মামুন প্রামানিক (৩৬), সোহাগ সরকার (২৮), আব্দুল খালেক (৫৬) কে আটক করে পুলিশ থানায় স্পর্দন করে। এ ঘটনায় ওই যুবতী বাদি হয়ে শেরপুর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম যানান থানায় একটি গণধর্ষণ মামলা দায়ের করে পরে আসামীদের জেল-হাজতে পাঠানো হয়েছে।
0 Comments