শামিম হাসান খানঃ
কুষ্টিয়ার কুমারখালীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
১৫ আগস্ট সকাল ৮ টার সময় বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ ও তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া করেন (কুমারখালী খোকসা) কুষ্টিয়া ৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
১৯৭৫ সালের ১৫ আগস্টে ঘাতকরা সপরিবারে হত্যা করাছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে । হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকীতে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন, কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রাজিবুল ইসলাম খান ,বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুমারখালী উপজেলা শাখার সভাপতি হারুন-উর রশিদ হারুন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও জাতীয় সাংবাদিক ঐক্য ফোরাম কুমারখালী উপজেলা কমিটির সাংবাদিক বিন্দু বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেন। এবং কুমারখালী পাবলিক লাইব্রেরী মিলনায়তনে শহীদ গোলাম কিবরিয়া ফাউন্ডেশনে ও কুমারখালী ইতিহাস ঐতিহ্য সাংস্কতি পরিশোধ এর আয়োজনে বিকাল ৪/৩০ মিনিটে বঙ্গবন্ধুর রাজনৈতিক জিবনাদর্শন নিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ, সভাপতিত করেন পৌর মেয়র সামসুজ্জামান অরুন, সাধারণ সম্পাদক কুমারখালী উপজেলা আওয়ামীলীগ, বীর মুক্তিযুদ্ধের আবু আহসার বরুন, মো: শরিফ হোসেন প্রভাসক কুমারখালী সরকারি কলেজ, মোঃ শরিফ হোসেন সভাপতি কুমারখালী নাগরিক পরিষদ, বীর মুক্তিযুদ্ধে এটিএম আবুল মুনসুর মজনু সভাপতি মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতি, জনাবা মমতাজ বেগম সভাপতি কুমারখালী মহিলা পরিষদ, কুষ্টিয়া সরকারি কলেজ অধ্যাপক আনোয়ার হোসেন উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব সাইদুর রহমান লালু, উপজেলা আওয়ামেলীগের সাংগঠনিক সম্পাদক ও শিলাইদহ ইউপির চেয়ারম্যান জনাব সালাউদ্দিন খান তারেক, বঙ্গবন্ধুর আত্মজীবনির উপর বিভিন্ন ধরনের আলোচনা করেন , এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামেলীগ, যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ ও অঙ্গসংগঠনের নের্তৃবিন্দ সহ প্রমুখ
0 Comments