শামিম হাসান খান কুষ্টিয়ার কুমারখালীর জিলাপি তলা মোড়ে আজিজ মার্কেটে বুধবার দুপুর দুইটার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে নয়টি দোকান ভস্মীভূত হয়েছে। সরজমিনে গিয়ে জানা যায় দুপুর বেলা দোকান বন্ধন করে খেতে গেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কুমারখালী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ জাহিদুর রহমান জাহিদ জানান জালাল ওয়াক শপের দোকানে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুনের উৎপত্তি হয়েছে বলে আমরা ধারণা করছি। কুমারখালী ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ লুৎফর রহমান জানান আমারা সংবাদ পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ নিয়ে নিয়ে আসি এ সময় খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট আমাদের সহযোগিতা করে। দোকান মালিকদের সাথে কথা বলে যানাযায় নয়টি দোকানে আনুমানিক ২০ লক্ষ্য টাকার মালামাল পুরে যায়, পুড়ে যাওয়া নয়টি দোকান হলো হাফিজুল ইসলাম (মুদিখানার দোকান), মজনু শেখ (মুদিখানা ও কীটনাশকের দোকান), সেন্টু শেখ (মুদিখানার দোকান), মনিরুল (চায়ের দোকান), জামাল (হোটেল), শরিফুল (কম্পিউটার), আবদুল গফুর (গার্মেন্টস) এবং জালাল ( ওয়াকশপের দোকান) এরা সকলেই এই অগ্নিকাণ্ডে তাদের সর্বস্ব হারিয়েছে বলে জানান। তৎক্ষণাৎ ঘটনাস্থল পরিদর্শন করেন কুমারখালী উপজেলা নির্বাহি অফিসার রাজিবুল ইসলাম খান অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকদের কে সান্তনা দেন, এবং আবেদনের ভিত্তিতে তাদেরকে ত্রাণ সহায়তা দেওয়ার আশ্বাস দেন।
0 Comments