বাকেরগঞ্জ প্রতিনিধিঃ বাকেরগঞ্জ উপজেলার ১২নং রঙ্গশ্রী ইউনিয়নের কুখ্যাত ভূমিদস্যু মল্লিক বাড়ি নিবাসী মৃত্যু সেকান্দার মল্লিক এর ছেলে আলতাফ হোসেন মল্লিক ফের বেপরোয়া যে কোন সময় ঘটাতে পারে বিছিন্ন ঘটনা। কুখ্যাত ভূমিদস্যু আলতাফ গং দীর্ঘদিন ধরে রঙ্গশ্রী ইউনিয়নে পাঁচ নং ওয়ার্ড বড়িয়া গ্রামে রামরাজত্ব চালিয়ে আসছে বিশাল নেটওয়ার্ক নিয়ে গড়ে ওঠা এই বেপরোয়া বাহিনী এদের হাত থেকে এলাকার সাধারণ নিরীহ পরিবার মুক্তি পেতে প্রশাসনের সহয়তা কামন করেন। গত কিছুদিন পূর্বে ভূমিদস্যু আলতাফ মল্লিক তার আপন বড় ভাই আব্দুস সত্তার মল্লিক এর ক্রয় করা জমি দলবল নিয়ে অবৈধ ভাবে ভোগদখল করতে লাঠি সোটা নিয়ে তাদের উপর হামলা চালায়। এছাড়াও বাকেরগঞ্জ থানাধীন ৩৬নং বড়িয়া মৌজার এস,এ খতিয়ান নং-১৫০, এস,এ দাগ নং-৬১১ এর ২৫ (পঁচিশ) শতাংশ নিয়ে একই এলাকার মৃত্যু সেকান্দার মলিকের ছেলে আলতাফ হােসেন মল্লিক সহ ৯ জনের সাথে বিরােধ চলছিল। যা মােকাম বরিশাল বিজ্ঞ সহকারি জজ আদালতে দেং মােং নং ১০/২০০১ (বাকেরগঞ্জ) দায়ের করে এবং মামলাটি গত ০৪ মে ২০০৮ তারিখে খারিজ হয়ে যায়। পরবর্তীতে পুনরায় আলতাফ হােসেন মােকদ্দমা নং-২৮/২০০৮ (বাকেরগঞ্জ) দায়ের করলে ছানি মােকদ্দমাটি গত ১ এপ্রিল ২০১৮ তারিখে খারিজহয়ে যায়।আলতাফ হােসেন গংদের জুলুম অত্যাচারে অতিষ্ট হয়ে জাকির খান, মােতালেব হাওলাদার বাকেরগঞ্জ উপজেলা শাখা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন কার্যালয়ে প্রতিকার চেয়ে একটি অভিযোগ দায়ের করলে আলতাফ হােসেন গংরা তফছিল জমির বৈধ কাগজপত্র দেখাতে ব্যার্থ হয়। এর পরও ভূমিদস্যু আলতাফ গংরা মােতালেব হাওলাদার জমির সহযোগি অংশীদার মোঃ জাকির খান এর জমি ভােগ দখল করতে বাঁধা ও বিভিন্নভাবে প্রাণ নাশের হুমকি দেয়ায় গত ৩০ মে ২০২০ তারিখে ভুমিদস্যু আলতাফ মল্লিক গংদের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন (অভিযােগ নং-অর ৪০৭)। এ ঘটনায় রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মােঃ বশির উদ্দীন সিকদারের স্বরনাপন্ন হলে তিনি বিষয়টি অপােষ-মীমাংসার জন্য দুই পক্ষের কাগজ পত্র নিয়ে গত ৬ জুলাই ২০২০ তারিখে বাকেরগঞ্জ সদর রােড অফিসে বসেন এবং ১১ জুলাই ২০২০ তারিখে সরেজমিনে উভয় পড়কে উপস্থিত থাকার নির্দেশ দিলে আলতাফ মল্লিক গংরা হাজির না হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বলেন। পরবর্তী'তে কোর্ট এর শরণাপন্ন হলে কোর্ট উভয় পক্ষের কাগজ পত্র দেখার জন্য তারিখ নির্ধারন করে দেন ভূমিদস্যু আলতাব গংরা কোর্টের নির্ধারিত তারিখ বার বার অমান্য করায় কোট কতৃপক্ষ তিন ধাপে নগদ অর্থ জরিমানা আদায় করেন।একপর্যায়ে কোন বৈধ কাগজ পত্র না দেখাতে পারায় কোর্ট মামলা নিষ্পত্তি ইঙ্গিত দিলে। দিশেহার হয়ে কোন উপয় না পেয়ে বিভিন্ন ইস্যু নিয়ে পায়ে পারা দিয়ে দাংগা হাঙ্গামা বাজানোর উপয় বেছে নিয়েছে, ভূমিদস্যু আলতাফ গংদের প্রান নাশের হুমকিতে নিরাপত্তাহীনতায় ভুগছে। এমন পরিস্থিতে মােতালেব হাওলাদার, জাকির খান ভুমিদস্যুদের হাত থেকে জমি রক্ষার্থে প্রশাসনের দৃষ্টি কামনা করছেন।
0 Comments