মোঃ শাহিনুর রহমান শাহিন সাতক্ষীরা জেলা প্রতিনিধি : সর্বাত্মক কঠোর লকডাউনে করোনো ভাইরাসের সংক্রমণ রোধে জেলার পাটকেলঘাটায় সাধারণ মানুষকে ঘরে ফেরাতে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। মহামারি করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে লকডাউন বাস্তবায়নে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের পাটকেলঘাটা বলফিল্ড মোড় ও বাজারে কড়া পাহারা দেখা গেছে। তালা সিনিয়ার সহকারি পুলিশ সুপার হুমায়ূন কবির ও পাটকেলঘাটা থানা ওসি কাজী ওয়াহীদ মুর্শেদ এর নেতৃত্বে কঠোর অবস্থানে রয়েছে থানা পুলিশ। শূক্রবার সকাল থেকে পাটকেলঘাটায় লকডাউনের আওতাভুক্ত বেশিরভাগ দোকান পাট বন্ধ থাকতে দেখা গেছে। পাটকেলঘাটার বিভিন্ন সড়কে দু’একটি ভ্যান ও মোটরসাইকেল ছাড়া তেমন কোন ভারী যানবাহন চলাচল করতে দেখা যায়নি। যে সকল যানবাহন অপ্রয়োজনীয় ভাবে চলার চেষ্টা করছে তাদের মোটরযান আইনে মামলা ও জরিমানার আওতায় আনছে পুলিশ। শুক্রবার(১৬এপ্রিল) তৃতীয় দিনের লকডাউনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম তারেক সুলতান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতা মূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হচ্ছে। গত তিনদিনে তালা উপজেলায় ১২ মামলা ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে। মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে এ সময় সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ তারিফ-উল-হাসান
0 Comments